undefined
undefined
গুগল মহাশয় যদি রাগ না করেন তাহলে একবারেই আপনার একাউন্ট এক্টিভেট হয়ে যাবে। কিন্তু যদি একবার আপনাকে ফিরিয়ে দেয় তবে আপনার নতুন করে সেই কম্পিউটার এ একাউন্ট খোলার সম্ভাবনা কম। আর তাই আপনাদেরকে আমি বলব আপনারা আগে www.blogger.com একটা একাউন্ট করুন তারপরে
সেখান থেকে Dashboard এ যান এবং Monetize ট্যাব এ ক্লিক করুন। Adsense এর জন্য চেষ্টা করুন। দেখবেন আপনার একাউন্ত একবারেই এক্টিভেট হয়ে যাবে। কারন Adsense এর সাথে ব্লগার এর একটা সম্পর্ক আছে। আর তাই এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। কারণ এতে ভেজাল কম এবং একসাথেঅনেক কাজ করা যায়। সাইন আপ করার জন্ন্য নিচের নির্দেশনা দেখুন।
প্রথমে এরকম ঊইন্ডো আসবে। সবগুলো ভালোভাবে পুরন করুন।
এবার নেক্সট করুন। তারপর এরকম ঊইন্ডো আসবে। আবার ভালভাবে পুরন করুন।