গুগলের জগতে আপনাকে স্বাগতম। গুগলের Adsense একটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহ্রত হছে। গুগল মহারাজ এডভারটাইজারদের এবং পাবলিশারদের জন্ন্য অনেক অনেক কিছু রেখে দিয়েছে। যারা একেবারে নতুন এবং ব্লগিং নিয়ে একটু আধটু চিন্তা করছেন তাদেরকে বলছি Adsense এমন একটি প্রগ্রাম যেখানে আপনি ব্লগিং করার পাসাপাশি কিছু টাকা পকেটেও পুরতে পারছেন। Adsense একটি বিস্বস্ত এবং সর্বজন বিদিত বিষয়।Adsense এর জগতে যাবার জন্ন্য আপনাকে একটি Account খুলতে হবে। তবে বর্তমানে Adsense এর পাবলিশারদের অনেক জটিলতার জন্ন্য এবং অনেক পাবলিশার তাদের ব্লগিংকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে যা গুগল মোটেও পছন্দ করে না। যেমন কিছু পর্নো সাইট এ এডস দেয়া।
যাই হোক আপনি এতোসব ভাবছেন কেন??? আপনি তো তাদের দলে নন তাই না??? মনে রাখবেন পাবলিশারদের কাজ হচ্ছে ভিজিটরদেরকে ইনফরমেশন দেয়া মানে আপনার ব্লগ পরে তারা অনেক কিছু জানবে এবং আপনি তাদের পথ প্রদর্শক। Adsense একাউন্ট খোলার জন্ন্য আপনাকে নিচের নির্দেশগুলো অনুসরণ করতে হবে। আর দেরি কেন??? চলুন যাই।
www.google.com/adsense
undefined
undefined