undefined
undefined
কম্পিউটার এ মুল সেটিংস্টি থাকে বায়োসে। তাই এক সুরক্ষিত। বায়োসে পাসওয়ার্ড উদ্ধার করার জন্য দুটি পদ্ধতি আছে।একটি হল মাদারবোর্ডের জাম্পারের মাধমে এবং আরেকটি হল CMOS ব্যাটারি তুলে ফেলে। মাদারবোর্ডের ম্যানুয়াল থেকে Clear CMOS জাম্পার কোনটি তা চিনে নিন।
তারপর কিছুক্ষন পর তা আবার জায়গা মত বসিয়ে দিন। অথবা CMOS ব্যাটারিকে আঙ্গুলের সাহায্যে টেনে তুলে নিন এবং ৫-৬ মিনিট পর ব্যাটারিকে জায়গা মত বসিয়ে দিন। এ দুটি পদ্ধতির সময়ই বায়োসে বিদ্যুত প্রবাহ বন্ধ থাকে এবং ৬-৭ মিনিট পর ব্যাকআপ বিদ্যুত শেষ হয়ে গেলে বায়োসে সেটিংস ডিফল্ট হয়ে যায়।