Be a Computer Expert

A blog for Tips and Tricks.


undefined undefined

ব্যাংক একাউন্ট খোলার জন্য আজকে আমার বাসার লোকাল ব্যাংক এ গিয়েছিলাম। কিন্তু যা দেখলাম তাতে আমার একাউন্ট খোলার সখ মিটে গেছে।

undefined undefined

গুগল মহাশয় যদি রাগ না করেন তাহলে একবারেই আপনার একাউন্ট এক্টিভেট হয়ে যাবে। কিন্তু যদি একবার আপনাকে ফিরিয়ে দেয় তবে আপনার নতুন করে সেই কম্পিউটার এ একাউন্ট খোলার সম্ভাবনা কম। আর তাই আপনাদেরকে আমি বলব আপনারা আগে www.blogger.com একটা একাউন্ট করুন তারপরে
সেখান থেকে Dashboard এ যান এবং Monetize ট্যাব এ ক্লিক করুন। Adsense এর জন্য চেষ্টা করুন। দেখবেন আপনার একাউন্ত একবারেই এক্টিভেট হয়ে যাবে। কারন Adsense এর সাথে ব্লগার এর একটা সম্পর্ক আছে। আর তাই এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। কারণ এতে ভেজাল কম এবং একসাথেঅনেক কাজ করা যায়। সাইন আপ করার জন্ন্য নিচের নির্দেশনা দেখুন।


প্রথমে এরকম ঊইন্ডো আসবে। সবগুলো ভালোভাবে পুরন করুন।
 

এবার নেক্সট করুন। তারপর এরকম ঊইন্ডো আসবে। আবার ভালভাবে পুরন করুন।



undefined undefined

গুগলের জগতে আপনাকে স্বাগতম। গুগলের Adsense একটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহ্রত হছে। গুগল মহারাজ এডভারটাইজারদের এবং পাবলিশারদের জন্ন্য অনেক অনেক কিছু রেখে দিয়েছে। যারা একেবারে নতুন এবং ব্লগিং নিয়ে একটু আধটু চিন্তা করছেন তাদেরকে বলছি Adsense এমন একটি প্রগ্রাম যেখানে আপনি ব্লগিং করার পাসাপাশি কিছু টাকা পকেটেও পুরতে পারছেন। Adsense একটি বিস্বস্ত এবং সর্বজন বিদিত বিষয়।Adsense এর জগতে যাবার জন্ন্য আপনাকে একটি Account খুলতে হবে।  তবে বর্তমানে Adsense এর পাবলিশারদের অনেক জটিলতার জন্ন্য এবং অনেক পাবলিশার তাদের ব্লগিংকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে যা গুগল মোটেও পছন্দ করে না। যেমন কিছু পর্নো সাইট এ এডস দেয়া।
যাই হোক আপনি এতোসব ভাবছেন কেন??? আপনি তো তাদের দলে নন তাই না??? মনে রাখবেন পাবলিশারদের কাজ হচ্ছে ভিজিটরদেরকে ইনফরমেশন দেয়া মানে আপনার ব্লগ পরে তারা অনেক কিছু জানবে এবং আপনি তাদের পথ প্রদর্শক। Adsense একাউন্ট খোলার জন্ন্য আপনাকে নিচের নির্দেশগুলো অনুসরণ করতে হবে। আর দেরি কেন??? চলুন যাই।

www.google.com/adsense

undefined undefined

কম্পিউটার এ মুল সেটিংস্টি থাকে বায়োসে। তাই এক সুরক্ষিত। বায়োসে পাসওয়ার্ড উদ্ধার করার জন্য দুটি পদ্ধতি আছে।একটি হল মাদারবোর্ডের জাম্পারের মাধমে এবং আরেকটি হল CMOS ব্যাটারি তুলে ফেলে। মাদারবোর্ডের ম্যানুয়াল থেকে Clear CMOS জাম্পার কোনটি তা চিনে নিন।

undefined undefined

অনেকেই এই সমসস্যার সম্মুখিন হয়েছেন। মানে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই সমসস্যার সম্মুখিন হননি।




অনেক কম্পিউটারই বন্ধ হতে প্রচুর সময় নেয়। প্রতিবার উইন্ডোজ বন্ধের সময় ভার্ছুয়াল মেমরিকে পরিস্কার করে। বন্ধ হতে বেশি সময় নেয়ার অন্যতম কারন এটি। উইন্ডোজ বন্ধ করার সময় কমিয়ে নেয়া যায়। এ জন্য Start>>Run- ক্লিক করতে হবে। এবার gpedit.msc লিখে এন্টার করুন।

Subscribe to: Posts (Atom)