Be a Computer Expert

A blog for Tips and Tricks.


অনেকেই এই সমসস্যার সম্মুখিন হয়েছেন। মানে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই সমসস্যার সম্মুখিন হননি।




অনেক কম্পিউটারই বন্ধ হতে প্রচুর সময় নেয়। প্রতিবার উইন্ডোজ বন্ধের সময় ভার্ছুয়াল মেমরিকে পরিস্কার করে। বন্ধ হতে বেশি সময় নেয়ার অন্যতম কারন এটি। উইন্ডোজ বন্ধ করার সময় কমিয়ে নেয়া যায়। এ জন্য Start>>Run- ক্লিক করতে হবে। এবার gpedit.msc লিখে এন্টার করুন।

Computer Configuration/Windows Settings/Security Settings/Local Policies/Security Options -এ যেতে হবে। এবার Shut down খুঁজে বের করতে হবে।ভার্ছুয়াল মেমরির পেইজ ফাইলটি পরিস্কার করতে হবে। যদি অপশনটি সক্রিয় থাকে তবে যেখানে দুবার ক্লিক করতে হবে। তারপর করে করতে হবে।

0 comments

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)